জাগো কণ্ঠ ডেস্ক ১৭ সেপ্টেম্বর ২০২২ , ২:৩৫ পূর্বাহ্ণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় গোলাবর্ষণের ঘটনায় চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।শনিবার (১৭ সেপ্টেম্বর) থেকে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের পরীক্ষা নেওয়া হবে।
ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসএসি পরীক্ষার্থীদের নিরাপত্তা সহকারে উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আসার জন্য দুটি বাস দিয়েছে উখিয়া থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের আশপাশের এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি পরিবর্তন করে উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে স্থানান্তরের তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়। এতে বিপাকে পড়েন সাধারণ শিক্ষার্থীরা। তারা যেন সঠিক সময়ে নিরাপদে পরীক্ষার হলে আসতে পারে, সেজন্য দুটি বাসের ব্যবস্থা করা হয়েছে।
ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের হল সুপার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল বশর মুঠোফোনে জানিয়েছেন, আমরা রাতেই প্রশাসনের নির্দেশনা পেয়ে কুতুপালং উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসেছি। পরীক্ষার সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের কেন্দ্রের ৪১৯ জন পরীক্ষার্থী এখানে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নেবে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি বাসের ব্যবস্থা করে দিয়েছে উখিয়া থানা।
বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন তিবরীজি বলেন, দুর্ঘটনা এড়াতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কেন্দ্র সরিয়ে কক্সবাজারে স্থানান্তর করা হয়েছে। ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের যথা সময়ে কুতুপালং উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হতে অনুরোধ করা হলো।