দেশজুড়ে

ভেদরগঞ্জে (বিটিসিএল’র) অফিস থেকে ব্যাটারি চুরির অভিযোগ

  জাগোকন্ঠ ৭ জানুয়ারি ২০২৩ , ১১:৩৬ পূর্বাহ্ণ

ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল’র) অফিস থেকে টেলিটক সিমের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে।

জানা যায়,গত ৩১ শে (ডিসেম্বর) বেলা ২ টার দিকে একলাকাবাসী বিটিসিএল’র ভবনের পিছনে ৬ টি ব্যাটারি পরে থাকতে দেখে সন্দেহ জনক কয়েকজন অপরিচিত লোক সহ ভেদরগঞ্জ থানায় সোপর্দ করে।
ভেদরগঞ্জ থানা সুত্রে জানা যায়, সন্দেহ করে এলাকাবাসী ফোন দিয়ে খবর দিলে চারজন লোককে তুলে দেন। পরে জানতে পারি তারা হচ্ছে বিটিসিএল’র দায়িত্বরত কর্মচারী। এসময় ছয়টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। পরে বিটিসিএল’র স্টাফদের হাতে ব্যাটারিগুলা বুঝিয়ে দেয়া হয়।

স্থানীয় বাসিন্দা আরিফ হাওলাদার বলেন, আমরা সেদিন কিছু অচেনা লোককে দেখলাম বিটিসিএল’র অফিসের পিছনের থেকে ব্যাটারি নিচ্ছে সন্দেহ হয়। পরে পুলিশে খবর দিয়ে তাদেরকে পুলিশের হাতে তুলে দেই। পরে শুনলাম ঐ লোকগুলা বিটিসিএল’র স্টাফ। তবে ৬ টি ব্যাটারি নাকি চুরি হয়েছে। আমরা চাই পুলিশ প্রকৃত চোর ধরবেই।

এবিষয় বিটিসিএল’র ট্যানেজমিশনের উপ-সহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, ভেদরগঞ্জ বিটিসিএল’র অফিস একেবারেই জরাজীর্ণ হয়ে আছে। তাছাড়া আমরা মাঝে মাঝে সেখানে যাই কাজ করতে। আমরা ১ জানুয়ারী অফিসে গিয়েছিলাম ‘জিপি টাওয়ারের ফাইবার লাগানো সহ বিভিন্ন কার্যক্রম করতে। কিন্তু সেখানে অফিসের পিছনের দরজা খোলা পেয়ে পিছনে গিয়ে দেখি টেলকম টাওয়ারের ৬ টি ব্যাটারি পড়ে আছে। আমাদের ২৪ টি ব্যাটারি থাকে তার মধ্য ৬ টি ব্যাটারি পাওয়া যাচ্ছে না। ভেদরগঞ্জ থানাকে অবগত করি আমরা। পরে শুনলাম ৩১ শে ডিসেম্বর ঐ এলাকার যুবক পোলাপান কনসার্ট করেছিলো। হতে পারে সেদিনই ৬ টি ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। আমরা ভেদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এব্যপারে মামলার প্রক্রিয়া চলছে।

উপ সহকারী প্রকৌশলী (টেলিকম) রাসেল হোসেন বলেন, আমরা শরীয়তপুর জেলা সদরে থেকে অপিস করি। সবসময় থাকা হয়না উপজেলার অফিস গুলোতে। তাছাড়া অফিসগুলার দরজা জানারা নষ্ট হয়ে গেছে। তাই চোর সুযোগ পেয়েছে। আমরা বিষটি নিয়ে ভেদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছি। ভেদরগঞ্জ হাসপাতালের সিসি টিভি ফুটেজ দেখে চোরকে সনাক্ত করেই মামলা করবো আমরা।

আরও খবর: