জাগোকন্ঠ ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৯:৪৩ অপরাহ্ণ
ক্যাম্পাস প্রতিনিধি:
সকলের মতামতের ভিত্তিতে শুভ চন্দ্র শীল কে আহ্বায়ক ও শাহরিয়া আহমেদ নয়ন কে সদস্য সচিব করে (৪১) একচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
রবিবার (২৩ সেপ্টেম্বর) ২০২৪ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম এ জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা শেষে সোনারগাঁও ইউনিভার্সিটি মিডিয়া এন্ড জার্নালিজম ক্লাব এর কার্যক্রম শুরু করা হয় । শুভ চন্দ্র শীল বলেন, আমাদের এই কমিটি পরীক্ষামূলক ভাবে ভার্সিটিতে কার্যক্রম পরিচালনা শুরু করবে । আমরা সকলের কাছে সহযোগিতা কামনা করছি । শাহরিয়া আহমেদ নয়ন বলেন, আমাদের সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী শিক্ষক এবং প্রতিষ্ঠানের কর্মরত সকলের মতামত গ্রহণ করব । আশাবাদী আমাদের পথচলায় আপনাদের সাথী হিসেবে পাব ।
সদস্যরা হলেন,মোঃ মিরাজ, মোঃ তানজিম ইসলাম, মারজিয়া আক্তার অনন্যা, সানজিদা আক্তার লিমা, মোঃ মেসেদ,ইশতিয়াক আহমেদ, সুমাইয়া আক্তার, সাফা মল্লিক, মোঃ সাগর, মুবিন মহসিন, বৃষ্টি ইসলাম, তানভীর শান্ত,মোহাম্মদ ইমন, প্রভা হাওলাদার সুমি, আফরোজা অর্পিতা, জাহিদ খান, আমিনুল ইসলাম ফরহাদ, মোছাঃতন্নী, মোঃ ইমরান, মোঃ জাকির, মোঃ নাফিজ, মোঃ সোহান, মোঃ শুভ, মোছাঃ শিমু, মোঃ ওয়াছি ইসলাম,ইয়াসিন চৌধুরী, সিনথিয়া, তানহা মিম, তানভীর, মোছাঃ মিম, রবিউল ইসলাম ও সাদিয়া।