জাগোকন্ঠ ৩০ জুন ২০২২ , ১:১৮ অপরাহ্ণ
মুন্সিগন্জ প্রতিনিধি:
সিরাজদিখানের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেখরনগর রায় বাহাদুর শ্রীনাথ ইন্সটিটিউশনের ২০২২ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন শেখরনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান শেখ আমজাদ হোসেনের প্যানেল। গত ২৯/৬/২০২২ রোজ বুধ বার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।বিদ্যালয়টি তে মোট ভোটারের সংখ্যা ১০২১ টি মোট ভোট পরেছে ৯৩৫ টি। অভিভাবক পদে মোট ৯ জন প্রার্থী অংশ গ্রহন করেন।অভিভাবক সদস্য পদে শেখ আমজাদ হোসেন প্যানেলের ৫ জনই বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করেন,তারা হলেন,১।মোঃ রাকিবুল ইসলাম রাকিব ২।মোঃ আকরাম হোসেন জিন্টু ৩।আঃ মালেক খোকন।৪। লিমন বিশ্বাস৫।তসলিমা বেগম। নির্বাচন পরিচালনা করেন,উপজেলা শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন। নির্বাচন চলাকালীন সময়ে পর্যায়ক্রমে উপস্হিত হন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা আওয়ামীলীগ সভাপতি,হাজী মোঃ মহিউদ্দিন আহম্মেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান,মাইনুল ইসলাম নাহিদ।এছাড়াও উপস্হিত ছিলেন,শেখরনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যান,শেখ আমজাদ হোসেন,বর্তমান চেয়ারম্যান,দেবব্রত সরকার টুটুল, বিদ্যালয়ের কো অপ্ট সদস্য,মোঃ আনোয়ার হোসেন বেলু, রায় বাহাদুর শ্রীনাথ ইন্সটিউশনের প্রধান শিক্ষক বিশ্বনাথ তালুকদার,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাসুদ লস্কর,শেখরনগর ফাড়ি ইনচার্জ মোঃ নাসির,এসআই মোঃ রিপন আহমেদ,এসআই ওলিয়ার রহমান,শেখ হেলাল খান,আলমগীর মৃধা,মোঃ আসলাম হোসেন লিও প্রমুখ মেম্বারগন। সিরাজদিখান প্রেস ক্লাবের সাবেক সভাপতি,মোঃ ইমতিয়াজ বাবুল,শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহমুদুল হাসান সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও পুলিশের অনান্য কর্মকর্তাগণ। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনের ফলাফল জানার জন্য রায় বাহাদুর স্কুলের মাঠ লোকে লোকারন্য হয়ে পরে।অভিভাবকরা বলেন,আমরা আশা করি আমজাদ ভাইয়ের নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠান টি দেশে সুনাম অর্জন করতে সক্ষম হবেন।তাদের নিকট দায়িত্ব দিতে পেরে আমরা আনন্দিত। ভোটার এবং উপস্হিত লোকজনের মধ্যে উচ্ছাস কাজ করছিলো।তারা আরও বলেন,পরাজিত প্রার্থীদের কিছু ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান টি জিম্মী করে রেখেছিলো। ফলা ফল ঘোষণার পর বিশাল একটি আনন্দ মিছিল বের করা হয়।