দেশজুড়ে

শ্রীনগরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  জাগোকন্ঠ ২৯ জুলাই ২০২২ , ১১:৪৩ পূর্বাহ্ণ

মাহমুদুল হাসান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলা সদর ইউনিয়নে (১৫ আগস্ট) জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ জুলাই) সকাল ১০টার সময় উপজেলা আওয়ামীলীগ প্রধান কার্যালয়ে এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

প্রস্তুতিমূলক সভায় শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ সেলিম আহমেদ ভূঁইয়া।

উক্ত সভায় আরো ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস জীবন মৃধা, সফিকুল ইসলাম মামুন, আবুল কালাম আজাদ ডালু, শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সহ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রস্তুতিমূলক সভায় সংগ্রামী সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন বলেন, আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগ।আওয়ামী লীগ আমার অহংকার। তাই এই সংগঠন কে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যেতে চাই।সামনে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যথাযথভাবে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণ করবে।

আরও খবর: