জাগো কণ্ঠ ডেস্ক ২০ মে ২০২৩ , ১:০১ অপরাহ্ণ
চলতি বছর ইসলামের গুরুত্বপূর্ণ বিধান হজ পালনের উদ্দেশ্যে হাজীদের প্রথম কাফেলা সৌদি আরবে পৌঁছাবে রোববার (২১ মে)। সাবাক ওয়েব সাইটের খবরে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও নাইজেরিয়া থেকে হাজীদের প্রথম কাফেলা মদিনায় অবতরণ করবে।
চলতি বছর হজ পালন করতে পুরো বিশ্ব থেকে ২০ লাখ মানুষ সৌদি আরবে যাবেন বলে আশা করা হচ্ছে। আকাশপথে এই হজযাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ১২ লাখ সিট বরাদ্দ দেওয়া হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীরা শতাধিক নির্ধারিত এবং ১৪টি অনির্ধারিত স্টেশন থেকে যাত্রা করবেন। হজযাত্রীরা জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, তায়েফ ও ইয়ানবুসহ ৬টি বিমানবন্দর দিয়ে সৌদি আরবে প্রবেশ করবেন।
চলতি বছর ১৯ জুন ১ লা জিলহজ এবং ২৭ জুন আরাফার দিন হবে বলে সম্ভবনার কথা জানিয়েছেন জ্যোর্তির বিজ্ঞানীরা।
প্রসঙ্গত, চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট পরিচালনা শুরু হবে স্থানীয় সময় আগামী ২১ মে রাত পৌনে ৪টায়। এ বছর প্রি-হজ ফ্লাইটে মোট ১৬০টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। নির্ধারিত সময় ২১মে রাত পৌনে ৪টায় প্রথম ফ্লাইট বিজি ৩০০১ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে।
ফ্লাইটটি এদিনই জেদ্দা বিমানবন্দরে স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় অবতরণ করবে। আগামী ২২ জুন বিমানের প্রি-হজ ফ্লাইট শেষ হবে।
চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮জন হজযাত্রী সৌদি আরবে পবিত্র হজ পালনের অনুমতি পেয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস হজযাত্রীদের ৫০ শতাংশ অর্থাৎ ৬৩ হাজার ৫৯৯ জনকে পরিবহন করবে। আগামী ২১ মে থেকে শুরু হবে চলতি হজ মৌসুমের প্রথম হজ ফ্লাইট।
চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর বিমান এবং ৭৮৭ ড্রিমলাইনার ব্যবহৃত হবে।