জাগোকন্ঠ 15 June 2022 , 11:07 am
ব্রাহ্মণবাড়িয়ায় আবারও শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ক্যাম্পেইন সম্পর্কে অবহিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হয়েছে সাংবাদিকদের ওরিয়েন্টেশন।
ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আজ বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন।
উক্ত সভায় জানানো হয়, আজকে থেকে শুরু হয়ে এই মাসের ১৯ তারিখ সময়কালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চালু থাকবে। ক্যাম্পোইনে ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৪শ ৩৩টি কেন্দ্রে ৬ মাস থেকে পাঁচ বছর বয়সী ৫ লক্ষ ১৩ হাজার ৯শ ৪০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।