জাগোকন্ঠ 6 July 2022 , 8:45 am
সাব্বির হোসেন:
পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উদ্যাপন করতে ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখী মানুষ।
আজ বুধবার (৬ জুলাই) সকাল থেকেই কিছুটা চাপ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যাএী শূন্য হতে থাকে গাবতলী বাস টার্মিনাল।
এ ব্যাপারে কাউন্টার মালিক কর্তৃপক্ষ জানান, পদ্মা সেতু চালু হওয়ায় গাবতলীতে আগের মতো উপচে পড়া ভিড় হওয়ার সম্ভাবনা নেই, তবে আগামীকাল থেকে আরও কিছুটা যাএীর চাপ বাড়বে বলে ধারনা করছেন তারা।
এদিকে কিছুটা বাড়ডি ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন আসা যাএীরা।
এ ব্যাপারে কাউন্টার কর্তৃপক্ষ জানান, সরকারি নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে, কোন প্রকার বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না।
কোন কাউন্টার মালিক যেন বাড়তি ভাড়া নিতে না পারে সেদিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।