বিনোদন

এবার পদ্মা সেতু নিয়ে গান গাইলেন হিরো আলম

  জাগোকন্ঠ ১৯ জুন ২০২২ , ১:৫১ অপরাহ্ণ

তুমুল সমালোচনার মুখেও নিয়মিত নতুন নতুন গান নিয়ে হাজি হন হিরো আলম। নিজের মতো করে বেসুরেই গলা মেলান সেসব গানে।

সম্প্রতি তার গাওয়া একটি রবীন্দ্রসংগীত নিয়ে বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। তবুও থেমে নেই হিরো আলম। এবার পদ্মা সেতু নিয়ে নতুন একটি গান গাইলেন এই সোশ্যাল তারকা।

রোববার মাওয়া এলাকায় গানটির শুটিং হয়েছে বলে জানিয়েছেন হিরো আলম। সোমবার গানটি রিলিজ করতে চান তিনি।

ভক্তদের অনুরোধেই পদ্মা সেতু নিয়ে গানটি গাওয়ার কথা জানিয়েছেন হিরো। তিনি বলেন, আমাকে গালাগালি করার কারণ নেই। আমার গান সবাইকে শুনতে হবে এমন কোনো কথা নেই। যাদের ভালো লাগবে, তারা শুনবেন, দেখবেন। কারণ আমি ভক্তদের অনুরোধেই গানটা বানাচ্ছি।

গানের কয়েকটি লাইন এমন- ‘পদ্মা সেতুর গান, শেখ হাসিনার জয় গান, পদ্মা সেতুর গান, বাঙালির জয়গান; জয় হলো আজ বাংলাদেশের, বিশ্ববাসী আজ তাকিয়ে দেখে; বঙ্গবন্ধুর সোনার দেশে একটি পদ্মা সেতু দাঁড়িয়ে আছে…’

আরও খবর: