জাগো কণ্ঠ ডেস্ক ২৬ জুলাই ২০২৩ , ৩:০৯ পূর্বাহ্ণ
যশোরের কেশবপুরে সাপের কামড়ে মোহনা চক্রবর্তী মিতু (১২) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপজেলার গৌরীঘোনা গ্রামে এ ঘটনা ঘটে।
মোহনা চক্রবর্তী মিতু গৌরীঘোনা গ্রামের কার্তিক চক্রবর্তীর মেয়ে। সে পাশের ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
মিতুর পরিবার জানায়, সে সোমবার রাতে তার দাদির সঙ্গে ঘরের ভেতর ঘুমিয়েছিল। রাত ১১টার দিকে তাকে ঘুমের ভেতর বিষাক্ত সাপ কামড় দেয়। বিষের যন্ত্রণা শুরু হলে পরিবারের লোকজন তাকে স্থানীয় একজন ওঝার কাছে নিয়ে যায়। সেখানে ঝাড়ফুঁকে কোনো কাজ না হওয়ায় মিতুকে অন্য আরেক ওঝার কাছে নেওয়া হয়। সেখানে ঝাড়ফুঁক করার সময় মিতুর অবস্থার অবনতি হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের মেম্বার বিশ্বজিৎ মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মিতু ছিল মেধাবী একটা মেয়ে। তার অকাল মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালে গৌরীঘোনা দক্ষিণপাড়া মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।