দেশজুড়ে

জেল হত্যা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল

  জাগোকন্ঠ 4 November 2023 , 12:36 pm

নাইমুর রহমান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জিয়া হল মসজিদে এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় ও সহ সভাপতি নাইমুর রহমান জয়। এছাড়াও ছাত্রলীগকর্মী শাহিন আলমসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন জিয়া হল মসজিদের ইমাম বেলায়েত হোসেন।
এসময় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, ‘ইবি শাখা ছাত্রলীগ ১৯৭৫ সালে নিহত জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করছে। ১৯৭৫ সালে নীল নকশাকারীরা যদি ইবির বুকে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তাহলে শাখা ছাত্রলীগ তার দাত ভাঙ্গা জবাব দিবে।’
উল্লেখ্য, ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রীসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।

আরও খবর: