জাতীয়

তিল ধারণের ঠাঁই নেই ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে

  জাগো কণ্ঠ ডেস্ক ২৩ এপ্রিল ২০২৩ , ১২:৫১ অপরাহ্ণ

রোজার মধ্যে তীব্র তাপদাহ চলছিল রাজধানীসহ সারাদেশে। প্রচণ্ড গরমে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় ছিল না বললেই চলে। ঈদের আগের দিন থেকে তীব্র তাপমাত্রা কমতে। ঈদের দিনের ব্যস্ততা কমে আজ দ্বিতীয় দিনে শিশুদের হাত ধরে রাজধানীর অভিভাবকরা ছুটছেন বিনোদন কেন্দ্রগুলোতে।

রাজধানীর রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড, চন্দ্রিমা উদ্যান, সংসদ ভবনের সামনে, মেট্রোরেল, উত্তরার দিয়াবাড়ী, হাতিরঝিলসহ সব বিনোদন কেন্দ্র ও পার্কে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

 

dhakapost

রোববার (২৩ এপ্রিল) রাজধানীর শ্যামলীর ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড (সাবেক শিশুমেলা) ঘুরে দেখা যায়, প্রচণ্ড ভিড়। দলে দলে রিকশা, সিএনজি, বাস, ব্যক্তিগত পরিবহন, মোটরসাইকেল ও প্রাইভেটকারে চড়ে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের সামনে নামতে দেখা যায় শিশু-অভিভাবকদের।

টিকিট কেটে ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডের ভেতরে ঢুকে দেখা যায়, যেন তিল ধারণের ঠাঁই নেই ওয়ান্ডারল্যান্ডে। প্রতিটি লাইনের টিকিট কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে টিকিট কিনতে দেখা যায় অভিভাবকদের।

শুধু তাই নয় সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে শিশুদের উঠতে হচ্ছে প্রতিটি রাইডে। টিকিট কেটে সিরিয়াল অনুসরণ করে একেকটি রাইট শেষ করতে শিশুদের সময় লাগছে আধাঘণ্টা।

এরপরেও ওয়ান্ডারল্যান্ডের ভেতরে আনন্দে মেতেছে শিশুরা, দেখা যায় ছোটাছুটি করতে। এক রাইড শেষ করতে না করতেই আরেক রাইডে উঠতে বায়না করতেও দেখা যায় শিশুদের।

dhakapost

ধৈর্য ধরে শিশুদের হাত ধরে রেখে টিকিট কেনা অভিভাবকদের রাইড শেষ করার অনুরোধ জানিয়ে মাইকিং করতেও দেখা যায় ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ডে।

মোহাম্মদপুর থেকে হাসান নামে এক শিশুর অভিভাবক আফজাল শরীফ বলেন, ঈদে বিনোদন বলতে আমার দুই বাচ্চারই বিনোদন। ওদের খুশিই আমার খুশি। তাই এখানে ওদের নিয়ে আসা।

মিরপুর থেকে ডিএনসিসি ওন্ডারল্যান্ডে স্ত্রী-সন্তান নিয়ে ঘুরতে এসেছেন তৌহিদ হোসেন। তিনি বলেন, মিরপুরে থাকে সাধারণত চিড়িয়াখানা বোটানিক্যাল গার্ডেনে বেশি যাওয়া হয়। এবার ভেবেচিন্তে এখানে এসেছি। কিন্তু এখানে আজ প্রচণ্ড ভিড়। ভিড়ের কারণে রাইডের সময় যেমন কমানো হয়েছে, তেমনি বাড়ানো হয়েছে টিকিটের দামও।

প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। কিডি রাইডস গেম, মেরি গো রাউন্ড, চুক চুক ট্রেন, হ্যানি সুইং, সোয়ান অ্যাডভেঞ্চার, প্যারাটুপার, মিনি ট্রেন, টোয়িস্ট, ব্যাটারি কার, পেন্ডুলাম, হেলিকপ্টার কর্নার, বাউন্সি ক্যাসল, ভাইকিং বোট, ড্রাগন রোলার কোস্টার, ওয়ান্ডার হুইল, থ্রিডি অ্যাডভেঞ্চার ক্রেজি কার, মোটর রাইড, হ্যাপি স্প্রে বল কার্ট নামে ১৮টি রাইডের প্রতিটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

dhakapost

এছাড়া স্পিড এয়ারক্রাফট ও স্কাইনেট বাম্পার কার নামে দুটি রাইডের মূল্য তালিকায় জনপ্রতি করা হয়েছে ১০০ টাকা। অন্তত দুই বছর বয়সী শিশুদের টিকিট বাধ্যতামূলক করেছে ডিএনসিসি ওন্ডারল্যান্ড কর্তৃপক্ষ।

ধানমন্ডি থেকে দুই সন্তানকে ঘুরতে আসা অভিভাবক সুরাইয়া বেগম বলেন, স্কুলের বন্ধু আত্মীয়র বাসায় যাওয়া হয়নি আজকে। তাই বিকেলে দুই বাচ্চাকে নিয়ে এখানে এসেছি, ওরা অনেক মজা করছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের শেষ সময়ে নতুন নামে আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয় শ্যামলীর শিশুমেলা। তখন এর নতুন নামকরণ করা হয় ‘ডিএনসিসি ওয়ান্ডারল্যান্ড’।

dhakapost

‘ডিএনসিসি ওন্ডারল্যান্ড এর সিনিয়র রাইড অপারেটর হামীম আলম  বলেন, রমজানে সাধারণত এখানে চাপ কম থাকে। তার মধ্যে প্রচণ্ড গরম ছিল। কিন্তু ঈদের আগেরদিন আবহাওয়া ভালো হয়ে গেছে। ঈদের দিন থেকেই প্রচণ্ড ভিড় এখানে।

তিনি বলেন, আমাদের এখানে মোট ২০টি রাইডের মধ্যে চলমান রয়েছে ১৪টি। অনেক ভিড় হলেও আমরা সামলে নিচ্ছি। সমস্যা হচ্ছে না। তবে আমরা মাইকিং করে বার বার অভিভাবকদের শিশুদের প্রতি খেয়াল রাখতে অনুরোধ জানাচ্ছি।

আরও খবর: