দেশজুড়ে

মেধাবিকাশ ছাত্রকল্যাণ কৃতি শিক্ষার্থীদের উপবৃত্তি ও সম্মাননা প্রদান

  জাগোকন্ঠ ৩০ ডিসেম্বর ২০২২ , ৪:৫২ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলাধীন সখিপুর থানার আরশীনগর ইউনিয়নে শুক্রবার সকালে সাদর আলী আমিন বেপারী বাড়ি মাঠে অনুষ্ঠিত ৫০ জন কৃতি শিক্ষার্থীকে এককালীন উপবৃত্তি প্রদান এবং ২০২১ সালের কার্যমুল্যায়নে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানস্বরুপ সম্মাননা পুরস্কার প্রদান করেন মেধাবিকাশ ছাত্রকল্যাণ সংস্থা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ঢাকা মনোরোগ ক্লিনিক (প্রা: লি;) এর চেয়ারম্যান অধ্যাপক ডা. হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট ও সাবেক বাংলাদেশ বিশ্ব বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, ড. মঞ্জুরুল ইসলাম, প্রাক্তন উপদেষ্টা, সাউথইস্ট বিশ্নবিদ্যালয়, ড. ফারজানা ইসলাম, প্রাক্তন উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশের প্রথম নারী উপাচার্য, মো: আলাউদ্দিন মিয়া এফসিএ, নির্বাহী পরিচালক,বেঙ্গল এয়ার লিফট গ্রুপ।

সংগঠনের সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিবুর রহমান হেলাল।
অনুষ্ঠানে ২০২১ সালের কার্যমুল্যায়নে জেলার কৃতি সন্তানদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান স্বরুপ ১২ জনকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন:- মোস্তফা মাহবুব বাবু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, ন্যাশনাল ব্যাংক লি: কে শেষ্ঠ লেখক, তাবারক হোসেন প্রধান শিক্ষক, চরসেনসাস সরকারী প্রা: বি: কে শেষ্ঠ শিক্ষক, নাজমুল ইসলাম সহকারী পরিচালক, বিআরডিবিকে শেষ্ঠ সংগঠক, মোঃ ছায়েদুর রহমান ভুট্রো উপ পরিদর্শক, বাংলাদেশ পুলিশকে শেষ্ঠ মানবিক পুলিশ অফিসার, মোস্তফিজুর রহমান সুমন সাংবাদিক ও নাট্য পরিচালককে শেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তি, মোসা: কামরুন নাহার প্রধান শিক্ষক নতুন পালড়া সরকারী প্রা: বি: কে নারী শিক্ষায় শেষ্ঠ সম্মাননা, মহিউদ্দিন তুষার সিনিয়র রিপোর্টার দৈনিক গণমুক্তিকে শেষ্ঠ সাংবাদিক, কামরুল হাসান মাসুম নির্বাহী পরিচালক শরীয়তপুর ফ্যাশনকে রক্তদান ও মানব কল্যানে শেষ্ঠ সম্মানা, মো: আলমাছ বালা নার্সি অফিসারকে শেষ্ঠ চিকিৎসা সম্মাননা, তারিকুল ইসলাম মিলন সহকারী শিক্ষক ৩৮ নং হাজী বাড়ী সরকারী প্রা: বি: কে শেষ্ঠ সরকারী শিক্ষক সম্মাননা ও মো: শাহাদাত হোসেন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়কে আইটি বিষয়ে বিশেষ অবদানের জন্য শেষ্ঠ সম্মাননা পুরস্কার-২০২১ প্রদান করা হয়।

শরীয়তপুর জেলার শিক্ষা বিস্তারে সংগঠনটি ২০০৫ খ্রি. হতে অদ্যাবধি পর্যন্ত ডা. হেদায়েতুল ইসলাম একক অর্থায়নে প্রায় ৮০০ জন কৃতি শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করেছে।

আরও খবর: