দেশজুড়ে

ভেদরগঞ্জে ব্রি-ধান ১০২ এর ফসল কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে

  জাগোকন্ঠ ৫ মে ২০২৪ , ২:০৯ অপরাহ্ণ

ভেদরগঞ্জ, শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জে বোরো মৌসুমের ব্রি ধান ১০২ ফসল কর্তন ও মাঠ দিবস পালিত হয়েছে।রোববার বিকালে উপজেলার ছয়গাঁও ইউনিয়নের লাকার্তা গ্রামে এ মাঠ দিবস পালিত হয়।
ব্রি আঞ্চলিক ভাঙ্গা ফরিদপুর কার্যালয়ের বাস্তবায়নে ও অর্থায়ন করেছেন পার্টনার প্রকল্প ব্রি-অঙ্গ।

মাঠ দিবসে ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানবীন হাসান শুভ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ধান গবেষনা ভাঙ্গা ফরিদপুর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মোঃ রুহুল আমিন সরকার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, ব্রি- ভাঙ্গা অঞ্চলের উর্ধতণ বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ ইখতেয়ার মাহমুদ আকন্দ, এছাড়াও ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের এস এ পি পিও আবু হানিফসহ কৃষক কৃষানীরা।
এসময় সঞ্চলনায় ছিলেন উপ সহকারী কৃষি অফিসার সুব্রত ওঝা।

ব্রি ধান১০২ এ জাতের বিশেষ প্রয়োজনীয়তা
ব্রি ধান১০২ এর জীবনকাল ব্রি ধান২৯ এর চেয়ে দুই দিন কম এবং গড় ফলন ব্রি ধান২৯ এর চেয়ে বেশী। এ ধানের গুনগত মান ভাল অর্থাৎ চালের আকরি আকৃতি মাঝারি চিকন। তাছাড়া জাতটিতে জিংকের পরিমাণ ২৫.৫ মি. গ্রাম/কেজি যা ব্রি ধান২৯ (১৮.২ মি.গ্রাম/কেজি) এর চেয়ে ৭.৩ মি.গ্রাম/কেজি বেশী। জাতটি জিংকের অভাব পূরণে ব্যাপক ভূমিকা রাখতে সক্ষম হবে। দেশের যে সকল অঞ্চলে বোরো মৌসুমে ব্রি ধান২৯ জাতের চাষাবাদ করা হয় সেসব অঞ্চলে জাতটি ব্যাপক জনপ্রিয়তা পাবে বলে আশা করা যায়।
এর জীবনকাল: এ জাতের গড় জীবনকাল ১৫০ দিন।
এর ফলন: ব্রি ধান১০২ এর গড় ফলন হেক্টর প্রতি ৮.১০ টন, তবে উপযুক্ত পরিচর্যা পেলে হেক্টর প্রতি ৯.৬০ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।

আরও খবর: