জাতীয়

সোনারগাঁও হোটেলে সু‌বিধাব‌ঞ্চিত শিশুদের ইফতা‌রে খুশি প্রতিমন্ত্রী

  জাগো কণ্ঠ ডেস্ক ৪ এপ্রিল ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ

বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, ইসলা‌মিক মূল‌্যবোধ‌কে গুরুত্ব দি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃত্বে দেশ এগিয়ে যা‌চ্ছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর হো‌টেল সোনারগাঁওয়ে সু‌বিধাব‌ঞ্চিত শিশুদের জন‌্য আয়োজন করা ইফতার অনুষ্ঠানে এ কথা ব‌লেন প্রতিমন্ত্রী।

অভিজাত হো‌টে‌লে এতিম ও সু‌বিধাব‌ঞ্চিতদের প্রবেশের সু‌যোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ ক‌রেন প্রতিমন্ত্রী। তি‌নি ব‌লেন, এ দেশ সবার। সমা‌জের সমস্ত মানুষের। এক‌টি অভিজাত হো‌টে‌লে যেমন ধনীরা আসবেন, তেমনি মধ্যবিত্তসহ নিন্মবিত্তরাও আসবেন। এ হো‌টেল সবার জন‌্য উন্মুক্ত।

প্রতিমন্ত্রী মাহবুব ব‌লেন, রমজান ইনসাফ ও আদর্শ শেখায়। রমজান মাসে সবাই মি‌লে ইফতার কর‌তে পারাটা আনন্দের।

তি‌নি ব‌লেন, রমজানে সর্বত্র দেখবেন পবিত্রতা বিদ্যমান। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় আমরা সবাই মি‌লে দে‌শের জন‌্য কাজ করব, এটাই হোক রমজা‌নের অঙ্গীকার।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন ব‌লেন, এক‌টি অভিজাত হো‌টে‌লে সু‌বিধাব‌ঞ্চিত‌দের ইফতার কর‌তে পারাটা তা‌দের কন‌ফি‌ডেন্স লে‌ভেলটা বা‌ড়ি‌য়ে দেবে। তারা জীব‌নে এগিয়ে যাওয়ার সাহস পা‌বে।

আরও খবর: