ময়মনসিংহ

শরীয়তপুর-চাঁদপুর ফেরীঘাটে ২০ কেজি গাঁজাসহ আটক

  জাগোকন্ঠ ৫ মে ২০২৩ , ১:৩৮ অপরাহ্ণ

ভেদরগঞ্জ প্রতিনিধিঃ

কুমিল্লা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে ২০ কেজি গাঁজা নিয়ে যাওয়ার সময় লিটন মোল্লা নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৫ মে) দুপুর ১২টার দিকে শরীয়তপুরের সখিপুর থানার নরসিংহপুর ফেরিঘাটের ২নং ঘাট থেকে তাকে আটক করা হয়।

লিটন মোল্লা মাদারীপুর জেলার সদর থানার চরনোসনা গ্রামের মৃত মো. জাহিদ মোল্লার ছেলে।

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, শরীয়তপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের হরিনা ফেরি ঘাট থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরি ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা কাকলি ফেরি থেকে লিটন মোল্লাকে ২০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। একটি মোটরসাইকেলের পেছনে দঁড়ি দিয়ে বেঁধে একটি ব্যাগের ভেতর পাঁচটি পোটলায় ২০ কেজি গাজা নিয়ে সে কুমিল্লার সাশন গাছা এলাকা থেকে মাদারীপুর যাচ্ছিল বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর: