জাগোকন্ঠ ১৯ ফেব্রুয়ারি ২০২৩ , ৮:৩৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদন:রাজধানীর মিরপুর – কালশী ফ্লাওয়ার শুভ উদ্বোধন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় কালশী বালুর মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রকল্পটি শুভ উদ্বোধন করেন। ১ হাজার ১২ কোটি ব্যয়ে সম্পন্ন কালশী ফ্লাইওভার উদ্বোধনের ফলে মিরপুর থেকে বিমানবন্দর এলাকায় ১০ থেকে ১৫ মিনিটেই যাওয়া যাবে।
মিরপুর, পল্লবী, ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, মহাখালী ও রামপুরার মধ্যে সড়ক যোগাযোগ আরো অতি সহজ হবে।
যাত্রীদের ভ্রমণ সহজ করার লক্ষ্যে আগের ৪ লেন বিশিষ্ট রাস্তাগুলোকে ৬ লেন করা হয়েছে। প্রকল্পটির কাজ বিএনসিসি ও বাংলাদেশ সেনাবাহিনী সম্পন্ন করেছে।
২০১৮ সালের ১ জানুয়ারি প্রকল্পটি অনুমোদন করে সরকার । নির্মাণের সময়কাল নির্ধারণ করা হয় ২০২৩ সালে জুন পর্যন্ত। কিন্তু নির্ধারিত সময়ের ৪ মাস আগেই নির্মাণ কাজ শেষ হওয়ায় খুলে দেওয়া হচ্ছে যান চলাচলের জন্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ঢাকা ১৬ আসনের এমপি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা , সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ, ঢাকা উওর সিটি কর্পোরেশনর ( ডিএনসিসি)মেয়র মোঃ আতিকুল ইসলামও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন মন্ত্রী মোঃ তাইজুল ইসলাম স্থায়ী সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিম।