দেশজুড়ে

মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যালী-আলোচনা সভা

  জাগোকন্ঠ 26 June 2022 , 9:12 am

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক এবং এর অবৈধ পাচারের বিরুদ্ধে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও র‌্যালী। সারা বিশ্বে ছড়িয়ে পড়া মাদকের আগ্রাসন এর বিরুদ্ধে আন্দোলনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে এই জনসচেতনতামূলক র‌্যালীটি আয়োজিত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ থেকে শুরু হয়ে র‌্যালীটি শহরের নানা সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মিনি কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমীন এর সভাপতিত্বে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কীর্তিমান চাকমা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ৬০ বিজিবির উপ-অধিনায়ক নূরুল আবসার, এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমূখ।