জাগোকন্ঠ 29 June 2022 , 2:08 pm
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির বেশ কিছু রেকর্ড ইতোমধ্যে ভেঙেছেন। এবার আরও একটি রেকর্ড নিজের করে নিলেন বাবর।
টি-টোয়েন্টির সংক্ষপ্তি ফরম্যাটে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সবচেয়ে বেশি দিন শীর্ষে থাকার কীর্তি গড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর।
এই র্যাংকিংয়ের চূড়ায় মোট এক হাজার ১৩ দিন ছিলেন ভারতীয় অধিনায়ক কোহলি। এবার তাকে ছাড়িয়ে গেলেন বাবর।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ের হালনাগাদে শীর্ষস্থান ধরে রাখার মধ্য দিয়ে বাবর দিনের হিসেবে ছাড়িয়ে যান কোহলিকে। সদ্য ঘোষিত হালনাগাদে কোহলির বেশ অবনতি হয়েছে। ২১ নম্বরে নেমে গেছেন তিনি।
২০১৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকের পর থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছেন বাবর আজম।