জাগো কণ্ঠ ডেস্ক ১৬ মার্চ ২০২৩ , ৩:০৩ পূর্বাহ্ণ
এই প্রতিবেদনে ক্রিকেট বিশ্বের পাঁচজন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের সম্পর্কে আলোচনা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের নাম এই তালিকায় শুনলে অনেকেই চমকে যাবেন। বিয়ে হয়ে যাওয়া সত্ত্বেও এই পাঁচ কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারের বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে শোনা যায়। এমনকি কিছু ক্রিকেটার তাদের সম্পর্কের কারণে তাদের প্রথম স্ত্রীয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদও ঘটিয়েছেন। যদিও পরে তাদের মধ্যে অনেকের দ্বিতীয় সম্পর্কও ভেঙে যায়। চলুন দেখে নেওয়া যাক এমনই পাঁচজন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটারকে।
সৌরভ গাঙ্গুলি: ২০০০ সালে সৌরভ গাঙ্গুলি ও বলিউডের অভিনেত্রী হাসিনা নাগমার মধ্যে সম্পর্কর গুজব নিয়ে অনেক আলোচনা হয়েছিল। অনেক জায়গা থেকেই দাবি করা হয় যে এক সময় নাগমা ও সৌরভের মধ্যে একটি সম্পর্ক ছিল যা দীর্ঘদিন ধরে চলেছিল। ২০০০ সালে, সৌরভ গাঙ্গুলী তার ক্রিকেট কেরিয়ারের সেরা পর্বের মধ্য দিয়ে যাচ্ছিলেন। এই সময়ে বলিউডে নাগমারও জাদু তুঙ্গে।
এদিকে ১৯৯৭ সালেই নিজের ছোটবেলায় বান্ধবী ডোনাকে বিয়ে করেছিলেন সৌরভ। গাঙ্গুলি-ডোনা জুটি এখনও অনেকের কাছে রোল মডেল। প্রথম দিকে তাদের মধ্যে সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু গল্পে মোড় আসে যখন নাগমার সৌরভের জীবনে প্রবেশ করার পর। নাগমা শুধু দক্ষিণের ছবিতেই নয়, বলিউডের ছবিতেও তার সময়ের একজন সুপরিচিত অভিনেত্রী ছিলেন। ডোনা যখন এই জিনিসগুলি সম্পর্কে জানতে পেরেছিলেন, তখন একটি সময় এসেছিল যে তিনি সৌরভের থেকে আলাদা হতে চেয়েছিলেন। অর্থাৎ সৌরভকে ডিভোর্স নিতে চেয়েছিলেন। যদিও এই সব বিষয়ের সত্যতা সম্পর্কে কিছুই জানা যায় না।
মোহাম্মদ শামি: ২০১৪ সালের ৭ এপ্রিল বিয়ে করেছিলেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি ও হাসিন জাহান। কয়েক বছর পর শামির স্ত্রী তার বিরুদ্ধে অন্য নারীদের সঙ্গে সম্পর্কের অভিযোগ তোলেন। পাশাপাশি হাসিন শামির বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগও তোলেন। ২০১৮ সালে, মোহাম্মদ শামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহানের দ্বারা করা লাঞ্ছনা, ধর্ষণ, খুনের চেষ্টা ও পারিবারিক সহিংসতার মতো অভিযোগে মামলা দায়ের করা হয়েছিল। যদিও পরবর্তীকালে কিছুই প্রমাণিত হয়নি ও দুজন এখন আলাদা থাকেন। তবে হাসিনের ভরণপোষণের দায়িত্ব পালন করতে হয় শামিকেই।
মোহাম্মদ আজহারউদ্দিন: হায়দরাবাদের তারকা ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের ব্যক্তিগত জীবনের কেলেঙ্কারির কথা অনেকেই জানেন। তিনি আগে নওরিন বেগমকে বিয়ে করেছিলেন। কিন্তু পরে বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিলজানির সঙ্গে তার সম্পর্ক হয়। ১৯৯৬ সালে অভিনেত্রী সঙ্গীতা বিলজানিকে বিয়ে করার জন্য তিনি তার প্রথম স্ত্রীর থেকে আলাদা হয়ে যান। এরপর তার নাম জড়িয়ে ছিল গড়াপেটা কেলেঙ্কারির সঙ্গেও। যদিও দীর্ঘ সুনানির পর শেষ পর্যন্ত তিনি নির্দোষ প্রমাণিত হন।
জাভাগাল শ্রীনাথ: ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ এর আগে জ্যোৎস্নাকে বিয়ে করেছিলেন। কিন্তু পরবর্তীকালে মাধবী পাত্রাবলি নামে এক সাংবাদিককে বিয়ে করার জন্য জ্যোৎস্নাতে ডিভোর্স দেন। ২০০৮ সালে বিয়ে করেন দুজনে। প্রথম বিয়ে হওয়া সত্ত্বেও মাধবী পাত্রাবলির সঙ্গে জাভাগল শ্রীনাথের সম্পর্ক চলে। শ্রীনাথ ভারতীয় দলের হয়ে ৬৭টি টেস্ট ম্যাচ এবং ২২৯টি ওয়ানডে খেলেছেন। যার মধ্যে শ্রীনাথ টেস্টে ২৩৬টি ও ওয়ান ডে ক্রিকেটে ৩১৫টি উইকেট নিয়েছিলেন।
বিনোদ কাম্বলি: খেলোয়াড় হিসাবে যত বিখ্যাত তার চেয়েও মাঠের বাইরে তাকে নিয়ে তৈরি গল্পগুলির জন্য অনেক বেশি বিখ্যাত। কাম্বলি ১৯৯৮ সালে তার শৈশবের বন্ধু নোয়েলা লুইসকে বিয়ে করেছিলেন। কিন্তু পরে তার প্রাক্তন মডেল অ্যান্ড্রিয়া হিউইটের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ও পরবর্তীতে তাকে বিয়েও করেছিলেন। বাঁহাতি ব্যাটসম্যান বিনোদ কাম্বলি, যিনি ১৯৯৩ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে খেলেছিলেন। কিছুদিন আগেও তার বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের অভিযোগ উঠেছিল।