জাগো কণ্ঠ ডেস্ক ২৭ মার্চ ২০২৩ , ৩:৩৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে অভিযান চালিয়ে দুইজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পল্লবী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এস আই কাউছার মাহমুদ তার সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে রবিবার (২৬ মার্চ) রাত নয়টায় বাউনিয়াবাধ কালসী মহাসড়ক সংলগ্ন একটি মুদির দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের বাটের সাথে কালো ফাইবার নাট দ্বারা আটকানো একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, যশোর জেলা কোতোয়ালি থানাধীন (পুরাতন কসবা) কাজীপাড়া কাঁঠালতলার মোঃ সোহেল রানার ছেলে শাহরিয়ার মাহমুদ রনি (২২) ও যশোর জেলা কোতোয়ালি থানাধীন নাজির শংকরপুর কাজী মোঃ মেজবা উদ্দিনের ছেলে কাজী মোঃ মহিউদ্দিন ডালিম (৪৩)। পল্লবী থানা অফিসার ইনচার্জ মো.পারভেজ ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।বিষয়টি আমরা আরো খতিয়ে দেখব। সোমবার সকালে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।