বিনোদন

এক সিনেমায় জয়া-সৃজিতের সঙ্গে একঝাঁক তারকা

  জাগো কণ্ঠ ডেস্ক ২০ জুলাই ২০২৩ , ৯:১৩ পূর্বাহ্ণ

আগেই জানা গিয়েছিলে, ওপার বাংলার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘দশম অবতার’ সিনেমায় কাজ করবেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। 

এবার সিনেমায় বাকি তারকাদেরও একসঙ্গে হাজির করে বড় চমক উপহার দিলেন খ্যাতিমান এই নির্মাতা। বৃহস্পতিবার সকালে এক ফ্রেমে দেখা মিললো টলিউডের বিখ্যাত সব তারকার। যাদের প্রত্যেককেই দেখা যাবে সৃজিতের ‘দশম অবতার’ সিনেমায়।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ছবিগুলোতে দেখা গেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রূপম ইসলাম, অনির্বাণ ভট্টাচার্য, অনুপম রায়, যিশু সেনগুপ্ত, ইন্দ্রদীপ দাশগুপ্তর মতো নামি অভিনেতাদের।  তাদের সঙ্গে ছিলেন জয়া আহসান ও সৃজিত মুখোপাধ্যায়।

জানা গেছে, এই সিনেমার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নেন নির্মাতা।

এ বিষয়ে সৃজিত বলেন, “প্রথমত, শুটিংয়ে সময় দিতে পারছে জয়া। শিডিউল অ্যাভেইলেবল আছে। দ্বিতীয়ত, অভিনয় দক্ষতা। তৃতীয়ত, শেষ কয়েক বছরের পারফর্মেন্স। আমরা যদি ওর ক্যারিয়ারগ্রাফ দেখি, ‘রবিবার’ হোক বা ‘বিনিসুতোয়’, বা ‘অর্ধাঙ্গিনী’ তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। এছাড়া অতীতে সফল কোলাবোরেশনের ইতিহাস আছে- ‘রাজকাহিনি’, ‘এক যে ছিল রাজা’; এসব বিচার করেই জয়াকে বেছে নেওয়া।’’