জাতীয়

অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড প্রতিরোধে টহল বাড়িয়েছে ফায়ার

  জাগো কণ্ঠ ডেস্ক ২৫ এপ্রিল ২০২৩ , ৫:৪৭ পূর্বাহ্ণ

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্যাস লিকেজের ফোন এসেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষে। সোমবার (২৪ এপ্রিল) রাতের পর মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালেও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অনেক কলার ফোন করে অভিযোগ করেছেন ফায়ার সার্ভিসকে।

এমতাবস্থায় রাজধানীতে অনাকাঙ্ক্ষিত আগুনের ঘটনা প্রতিরোধে রাস্তায় টহল বাড়িয়েছে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, সোমবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর থেকে রাজধানীর মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, রামপুরা ও মহাখালীসহ বিভিন্ন এলাকা থেকে ফায়ার সার্ভিসের কাছে গ্যাস লিকেজের ফোন আসে। আজ সকালেও মগবাজারসহ বেশ কয়েকটি এলাকা থেকে গ্যাস লিকেজের খবর আসে নিয়ন্ত্রণ কক্ষে।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকার ফায়ারে স্টেশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে, অনাকাঙ্ক্ষিত আগুনের ঘটনা প্রতিরোধে টহল বাড়ানো জন্য। আমাদের টহল গাড়িগুলো রাস্তায় ঘুরছে।

খালেদা ইয়াসমিন বলেন, আমাদের নিয়ন্ত্রণ কক্ষে আসা সংবাদগুলো তিতাস কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এদিকে মঙ্গলবার সকালে তিতাসের জিএম (অপারেশন) সেলিম মিয়া বলেন, গ্যাস লিকেজ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন গ্রাহকরা চুলা জ্বালাতে পারবেন। লাইনে যে সমস্যা হয়েছিল তার সমাধান করা হয়েছে।

আরও খবর: