দেশজুড়ে

১৪৯.৬ মিলিমিটার বৃষ্টিপাত,  বরিশাল নগরীতে জলাবদ্ধতার ভোগান্তিতে নগরবাসী

  জাগোকন্ঠ ৭ আগস্ট ২০২৩ , ১০:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবলভাবে সক্রিয় থাকায় বরিশালে গত ২৪ ঘণ্টায় ১৪৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে তলিয়ে গেছে নগরীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের।

সোমবার (৭ আগস্ট) বরিশাল নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জলাবদ্ধতার চিত্র। বিশেষ করে নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, বটতলা থেকে চৌমাথা, বগুড়া রোডের একাংশ, হাসপাতাল রোড, রাজাবাহাদুর সড়কসহ অলিগলিতে তিনদিন ধরেই জলাবদ্ধতা দেখা গেছে।

বরিশাল নগরীর বটতলা এলাকার বাসিন্দা কালু বলেন, গলির ভেতরে ও মূল সড়কে পানি উঠে একাকার। তাই বাজারসহ সব কাজই হাঁটুসমান পানির মধ্যে করতে হচ্ছে। খাল ভরাট করে সড়ক ও সরু ড্রেন তৈরি করার পর থেকেই বটতলা সড়ক সামান্য বৃষ্টিতে তলিয়ে যায়।

গোরস্থান রোড এলাকার বাসিন্দা রুবেল বলেন, ময়লায় আশপাশের বড়-ছোট ড্রেনগুলো আটকে রয়েছে। তাই স্বাভাবিকভাবে পানি যেতে পারছে না। তা না হলে সড়কগুলো এখনো পানিতে নিমজ্জিত থাকার কথা না।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. মাসুদ রানা বলেন, বরিশালে দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৪৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আষাঢ় মাসে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হওয়ায় শ্রাবণ মাসে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। এই পরিস্থিতি পরবর্তী ৪৮ ঘণ্টা বিরাজ থাকার সম্ভাবনা রয়েছে।

আরও খবর: