অপরাধ

ফুলবাড়ীতে ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  জাগোকন্ঠ ৩০ জানুয়ারি ২০২৪ , ১২:০৯ অপরাহ্ণ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতের্ যাব-১৩ দিনাজপুরের সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে ৯১ বোতল ফেন্সিডিল জব্দসহ রম্নহুল আমিন সরকার ও মঞ্জুরম্নল সরকার নামের দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক কারিবারি রম্নহুল আমিন সরকার ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়ার উত্তর জোয়ার এলাকার তহিদুল সরকারের ছেলে এবং মঞ্জুরম্নল সরকার একই এলাকার ইসমাইল সরকারের ছেলে।
জানা যায়,র্ যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানী দিনাজপুর-১ এর সদসরা গত শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক অভিযান চালিয়ে ফুলবাড়ী উপজেলার এলুযারি ইউনিয়নের বেজাই বাজার যাওয়ার পথে রাস্তার মধ্যে বাইসাইকেলে যাওয়ার পথে ওই দুই মাদক কারবারিকে আটক করে। এ সময় বাইসাইকেলে বহনকৃত ব্যাগের ভেতর থেকে ৯১ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান বলেন,র্ যাবের হাতে গ্রেপ্তার হওয়া মাদক কারবারি দুইজনকে থানায় সোপর্দসহ মামলা দায়ের করা হয়েছে। গতকাল রবিবার (২৮ জানুয়ারি) গ্রেপ্তার হওয়া দুই মাদক কারবারিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ফেন্সিডিল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করের্ যাব-১৩ দিনাজপুরের ক্রাইম প্রিভেনশন কোম্পানী দিনাজপুর-১ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রাজ্জাক খান বলেন, জব্দকৃত ফেন্সিডিলসহ গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারিকে ফুলবাড়ী থানায় সোপর্দসহ এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।