জাতীয়

পশ্চিমবঙ্গে পয়লা বৈশাখ আজ, যেমন থাকে আয়োজন

  জাগো কণ্ঠ ডেস্ক ১৫ এপ্রিল ২০২৩ , ১০:০৮ পূর্বাহ্ণ

বাংলা বর্ষপঞ্জি অনুসারে পয়লা বৈশাখ হলো বৈশাখ মাসের প্রথম দিন। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ নামেও পরিচিত। বাংলাদেশে গতকাল পয়লা বৈশাখ হলেও পশ্চিমবঙ্গে আজ পয়লা বৈশাখ।

বাংলাদেশের মতোই পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে পালিত হয় পয়লা বৈশাখ। বাংলাদেশে প্রতিবছর ১৪ এপ্রিলই পয়লা বৈশাখ হলেও ভারতে এটি পালিত হয় ১৪ বা ১৫ এপ্রিল।

পয়লা বৈশাখ উপলক্ষ্যে ভারতে মন্দিরে অনেক সাজসজ্জা করা হয়, পাশাপাশি নিয়ম-কানুন মেনে পূজাও করা হয়। অন্যদিকে এদিন ব্যবসার হিসাব দেখেন ব্যবসায়ীরা।

বাংলা নববর্ষ হিসেবে পালিত হওয়া এই উৎসবে খড় পোড়ানোরও ঐতিহ্য রয়েছে। মনে করা হয়, খড় জ্বালিয়ে গত বছর যে কষ্ট পেয়েছিলেন তা থেকে মুক্তি মেলে।

বাঙালি সম্প্রদায়ের লোকেরা আজ ঐতিহ্যবাহী পোশাক পরে একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। এর পাশাপাশি এদিন ঐতিহ্যবাহী খাবারও তৈরি করা হয়। এই দিনে লোকেরা বাড়িতে পান্তা ভাত তৈরি করে কাঁচা মরিচ, পেঁয়াজ এবং ভাজা ইলিশ মাছ দিয়ে খায়। এছাড়াও এই দিনে অনেক ধরনের মিষ্টিও তৈরি করা হয়।