অপরাধ

দেওয়ানগঞ্জে বিদ্যুৎ অফিসের কর্মীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

  জাগোকন্ঠ ২৯ জুলাই ২০২৪ , ১১:০১ পূর্বাহ্ণ

নূর ই ইলাহী দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে। আহত’কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শনিবার (২৭ জুলাই ) কাঠারবিল এলাকায় সন্ধায় অভিযোগে সরকারি কাজ করতে গেলে মো: কুয়াশা , মো: সোহাগ, মো: হাফিজুর তাকে পিটিয়ে জখম করে। হাসপাতালে ভর্তি কর্মী হলেন, লাইনম্যান মাহবুব (২২)। বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মাদ ইয়াহিয়া সিদ্দিকী।

এলাকাবাসী জানায়, শনিবার কাঠারবিল গ্রামের কাঠারবিল বাজারে সন্ধায় কাজ করতে এলে এলাকার এ বি সিদ্দিক বাড়ীতে অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করতে গেলে মো: কুয়াশা , মো: সোহাগ, মো: হাফিজুর পল্লী বিদ্যুতের টিমের উপর হামলা করে লাইনম্যান মাহবুব (২২)কে মারাত্নক ভাবে আহত করেন। আহত’কে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহসান হাবিব জানান, পল্লী বিদ্যুতের একজন কর্মী আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের চিকিৎসার খোজখবর নেয়া হচ্ছে।

দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুতে ডিজিএম মুহাম্মদ ইয়াহিয়া সিদ্দিকী জানান, বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে তাদের উপর হামলা হয়েছে। এখন খুন জখমের হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে নিয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জের সাথে কথা হয়েছে। তিনি অভিযোগ দিতে বলেছেন। আমরা অভিযোগ থানায় জমা দিয়েছি।

দেওয়াদেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস জানান, দেওয়ানগঞ্জ পল্লী বিদ্যুতের কর্মীদেরকে মারপিটের ঘটনার একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরও খবর: