অপরাধ

দেওয়ানগঞ্জ আওয়ামী লীগ নেতাকে পেটালো ছাত্রলীগ নেতা থানায় মামলা

  জাগোকন্ঠ ৩০ মে ২০২৪ , ১১:০৫ পূর্বাহ্ণ

দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি :

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাতের আঁধারে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. রাকিবুল হাসান রুবেল ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. আল মামুন মন্ডলকে (৩৯) বেধরক পিঠিয়ে জখম করেছে । এ ঘটনায় ছাত্রলীগ সভাপতি রুবেল সহ ১৫ জনের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছে ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা মামুন। এজাহারভুক্ত একজন আসামি গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৯ মে) ।
ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে গত ২১ মে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মামুন তার পছন্দের প্রার্থী মো. সোলাইমান হোসেনকে সমর্থন করেন। এতে বিজয়ী প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকরা ক্ষিপ্ত হয়। নির্বাচনের পরে মামুন বিশেষ কাজে ঢাকায় যায় । গত বুধবার (২৯ মে) বাড়িতে ফেরার উদ্দেশ্যে ঢাকা থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে দেওয়ানগঞ্জ বাজার রেলস্টেশনে আসে এবং অটোরিকশায় নিজ বাড়ি সানন্দবাড়িতে যাওয়ার পথে স্টেশন সংলগ্ন বাদে শশারিয়াবাড়ী বটতলা এলাকায় ছাত্রলীগ সভাপতি রুবলের নেতৃত্বে মামুনের ওপর অতর্কিত হামলা করে কয়েকজন এবং বেধরক মারধর করে ।
ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা আল মামুন মন্ডল বলেন, নির্বাচনে প্রতীদ্বন্দীতা করায় আমার ওপর ক্ষুব্ধ হয়ে আছে রুবেল । সেই সূত্র ধরে সুযোগ পেয়ে আমার উপর হামলা করেছে রুবেল ও তার গুন্ডা বাহিনী । আমি গুরুতর আহত হয়েছি।পরে স্থানীয়দের সহায়তায় দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। আগামীকাল উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ যাব। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘মারধরের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহারভুক্ত আসামি প্রান্ত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর: