দেশজুড়ে

দুদকে অভিযোগকারীর পা ভেঙে দেওয়ার মামলায় ৪ জনের জামিন

  জাগো কণ্ঠ ডেস্ক ১১ এপ্রিল ২০২৩ , ২:৩২ অপরাহ্ণ

দুদকে অভিযোগকারী এস্কান্দারকে মারধরের ঘটনায় মামলার আসামিরা শরীয়তপুরের আমলি আদালত পালংয়ে জামিন আবেদন করলে প্রধান আসামি ফারুক চৌকিদারসহ ৪ জনের জামিন মঞ্জুর করে ৩ জনের জামিন নামঞ্জুর করে দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের পালং আমলি আদালতের বিচারক শামসুল আলম এ আদেশ দেন।

জামিন মঞ্জুর হওয়া ৪ জন হলেন, আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার, সেলিম শেখ, শওকত শেখ, রাজন খলিফা। জামিন নামঞ্জুর হওয়া ৩ জন হলেন, কবীর চৌকিদার, শামীম শেখ ও রানা শেখ।

আদালত সূত্রে জানা যায়, মামলার ৬ নম্বর আসামি মোস্তাফিজুর রহমান তাপসকে গত শনিবার জামিন দেওয়া হয়েছে। আজ আমলি আদালতে মামলার প্রধান আসামি ফারুক চৌকিদারসহ অন্যরা জামিন আবেদন করলে আদালত ৪ জনের জামিন মঞ্জুর করে ৩ জনের জামিন নামঞ্জুর করেছেন।

আমলী আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুম ও পুলিশের কোর্ট সাব ইন্সপেক্টর। রাশিদুল হাসান মাসুম বলেন, দুদকে তথ্য দেওয়ার কারণে এস্কান্দারের ওপর হামলা করে পা ভেঙে দিয়েছে আসামিরা। আদালত ন্যায় বিচার করবেন বলে আমাদের বিশ্বাস।

মামলার এজাহারকারী এস্কান্দার ঢালী বলেন, আদালতের কাছে আমি ন্যায় বিচার চাই। আদালত যাদের জামিন দিয়েছে তাদের জামিন নামঞ্জুর করা হোক, এই দাবি জানাই। দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করে তাদের পাশে থেকে আদালত ন্যায় বিচার করবেন বলে আমার প্রত্যাশা।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সরদার আজিজুর রহমান রোকন বলেন, মামলার এজাহারকারী বলে বেড়াচ্ছে দুদকে অভিযোগ করার কারণে তার ওপর হামলা হয়েছে। কিন্তু মামলার এজাহারে কোথাও এ কথা উল্লেখ নেই। কারণবিহীন একটা মামলা এটা। আমার মক্কেলদের জামিন আবেদন করেছিলাম আজ। আদালত ৪ জনকে জামিন দিয়েছে। বাকি ৩ জনের জামিন আবেদন আমরা শিগগিরই করবো।

আরও খবর: