দেশজুড়ে

এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল অগ্রযাত্রা ফাউন্ডেশন

  জাগোকন্ঠ ১২ জুন ২০২৩ , ১২:৪৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সর্বসাধারণের জন্য অগ্রযাত্রা ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কারা হয়েছে

এ আয়োজন করেছে একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অগ্রযাত্রা ফাউন্ডেশন’। গত শনিবার ও রোববার দিনব্যাপী উপজেলার পাঠানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

সেখানে গেল কয়েকদিন দাবদাহে অসুস্থ হওয়া এবং যারা হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারছেন না এমন এক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেয়া হয়েছে।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনটি উদ্বোধন করেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন অগ্রযাত্রা ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মো. ইব্রাহীম হোসাইন, প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. পারভেজ মোশারফ, সহ-সভাপতি মো. সুমন ঢালী, সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দাতা সদস্য মো. ওমর ফারুক হাওলাদার, মো. অহিদুল আলম আহাদ, মো. টিটু ফকির, মো. রুহুল আমিন সিকদার, সাকিব সিকদার,হাসান মাহমুদ উজ্জ্বল, কাউসার মোড়ল, জান্নাতুল ফেরদৌস ফাতেমা, শেখ সুমাইয়া, স্মৃতি, কাউসার বেপারী, শুভ , তুহিন, জয়, শহিদুল, রাকিব ঢালী প্রমুখ।

অনুষ্ঠানে ইব্রাহীম হোসেন, মো. পারভেজ মোশাররফ ও দেলোয়ার হোসেন বলেন, এটি একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনের মূল কাজ হচ্ছে আর্তমানবতা সেবায় কাজ করা। যারা হাসপাতালে গিয়ে চিকিৎসা সেবা নিতে পারছেন না। অথবা গেল কয়েকদিন দাবদাহে অসুস্থ হওয়া এমন মানুষদেরকে বিনামূল্যে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি। আমরা যতটুকু সম্ভব ফ্রিতে ওষুধ দিচ্ছি। তাছাড়া করোনাকালীন যাদের ঘরে খাদ্য ছিল না, তাদের ঘরে আমরা খাদ্য পৌঁছে দিয়েছি। যে সকল শিক্ষার্থীরা স্কুল-কলেজ থেকে ঝরে পড়ছে তাদের পুনরায় অনুপ্রাণিত করছি এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করেছি। পাশাপাশি সংগঠনটি ফ্রিতে রক্তদান করে থাকে।

আরও খবর: