দেশজুড়ে

লক্ষ্মীপুরে মৎস্য আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক প্রশিক্ষণ

  জাগোকন্ঠ ১১ জানুয়ারি ২০২৪ , ২:৫০ অপরাহ্ণ


লক্ষ্মীপুর প্রতিনিধি: সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর সহযোগীতায় এবং লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মৎস্য আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ কৌশল বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ (১ম ব্যাচ) ১০ জানুয়ারী (বুধবার) থেকে শুরু হয়েছে।
 সকালে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এই প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম।
এসময় প্রশিক্ষক হিসেবে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামানসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। ২ দিনের এই প্রশিক্ষণে ২৫ জেলে অংশ নেয়। ৫ ব্যাচ মোট ১২৫ জেলেকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে বলে জানান উপজেলা মৎস্য বিভাগ।

আরও খবর: