দেশজুড়ে

লক্ষ্মীপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপি কর্মশালা

  জাগো কণ্ঠ ডেস্ক ২৪ মে ২০২৩ , ৩:৫০ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: ধর্ম বিষয়ক মন্ত্রনালয় কর্তৃক বাস্তবায়নাধীন ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশন লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহযোগীতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপি কর্মশালা ২৪ মে (বুধবার) ফাউন্ডেশন জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার সাহা, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মুহাম্মদ জাকের হোসাইন, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আইসিটি কনসালটেন্ট মো: এমামুল ইসলাম, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার, আওয়ামীলীগ নেতা রুহুল আমিন মাস্টার, লক্ষ্মীপুর দারুল উলূম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: নেছার উদ্দিন, এ্যাড: রতন লাল ভৌমিক, এ্যাড মিলন মন্ডল প্রমুখ।
কর্মশালায় মুসলমান, হিন্দু খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্টানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সকলকে এক যোগে কাজ করার আহবান জানান।

আরও খবর: