দেশজুড়ে

ভেড়ামারায় পাট চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত 

  জাগোকন্ঠ ১৪ ফেব্রুয়ারি ২০২৪ , ১:০৯ অপরাহ্ণ

ভেড়ামারা প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় এক দিন ব্যাপি পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বস্ত  ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নধীন উন্নত প্রযুক্তির নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন সম্প্রসারণ প্রকল্প এর আওতায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটরিয়ামে দিনব্যাপী এই প্রশিক্ষণ  কার্যক্রম অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে ১৫০ জন পাট চাষি প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। ভেড়ামারা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে উক্ত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান, প্রধান অতিথি পাট প্রশিক্ষণর্থীদের উদ্দেশ্য  বলেন, আমাদের দেশের পাট বিদেশে রপ্তানির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের কাছে মাথা উঁচু করে রেখেছে। এই পাট শিল্পকে আপনাদেরই টিকিয়ে রাখতে হবে, পাট শিল্পের অবদান স্মার্ট  বাংলাদেশ বিনির্মাণ বাংলার পাট বিশ্বমাত। এসময় আরো বক্তব্য রাখেন, মাহমুদা সুলতানা ভেড়ামারা কৃষি অফিসার, গোলাম সরোয়ার তালুকদার সহকারী পরিচালক পাট অধিদপ্তর যশোর, সোহরাব উদ্দিন বিশ্বাস মুখ্য পরিদর্শক পাট অধিদপ্তর কুষ্টিয়া, মামুনুর রশিদ উন্নয়ন কর্মকর্তা কুষ্টিয়া, পলাশ চন্দ্র বর্মন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা ভেড়ামারা।

আরও খবর: