জাতীয়

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জাতির পিতার ১০৩তম জন্মদিন উদযাপন

  জাগো কণ্ঠ ডেস্ক ২৩ মার্চ ২০২৩ , ৫:৪৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর উদ্যোগে সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্র নায়ক ফারুক এমপির নির্দেশে সংগঠনের লক্ষ্মীবাজার কার্যালয়ে সিনিয়র সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম খোকন এর সভাপতিত্বে, কেন্দ্রীয় সমন্বয়কারী, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও মুখপাত্র মোঃ আহসান সিদ্দিকীর সঞ্চালনায়, কেন্দ্রীয় সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক এম এ মিলন মিয়ার সমন্বয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ কলেজের সাবেক ছাত্রনেতা, অবিভক্ত ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি, ডামুড্যা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, ডামুড্যা উপজেলা পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন এর সহ-সভাপতি) মোঃ আলমগীর হোসেন মাঝি, উদ্বোধক ছিলেন বাফার সাধারণ সম্পাদক, আটপাড়া ইউপির চেয়ারম্যান, আদি ঢাকা সাংস্কৃতিক জোট এর সিনিয়র সহসভাপতি ও দর্জীবাড়ির স্বত্বাধিকারী মোঃ ফজলুর রহমান ঢালী, প্রধান বক্তা সংগঠন কেন্দ্রীয় সমন্বয়কারী ও সহ-সভাপতি জনাব জায়েদুল হক, বিশেষ অতিথি সংগঠনের সহ-সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রনেতা, সূত্রাপুর থানা আওয়ামী সহসভাপতি মোঃ শাহাদাত হোসেন মূসা, ডাঃ অসিত মজুমদার, মোঃ মোজাম্মেল হক সরদার, শাহীন রানা, শামীম চৌধুরী শ্যামল, সাংগঠনিক সম্পাদক প্রীতম আহমেদ বাবুল, এফ রহমান রূপক, দপ্তর সম্পাদক উদয় শংকর বসাক, আইন সম্পাদক এড. জাহাঙ্গীর আলম, উপ দপ্তর সম্পাদক এস এম আরাফাত আকরাম, সহ অর্থ সম্পাদক আসমা, কার্যকরী সদস্য চিত্র নায়িকা সুমাইয়া শিমু, মোঃ জামাল উদ্দিন মোল্লা, মডেল শারাহ আলম, মোঃ রেজাউর রহমান রেজা, চাঁদপুর জেলার আহবায়ক জনাব ইদ্রিস দেওয়ান, নরসিংদী জেলার আহ্বায়ক মোঃ মামুন মিয়া, যুগ্ম-আহ্বায়ক শিশু রঞ্জন ঘোষ, ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক মোঃ এরফান উদ্দীন সাজান, কার্যকরী সদস্য জুথি গোস্বামী, আয়েশা সিকদারসহ অসংখ্য নেতাকর্মী। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে ১০৩ জন শিশুকে পুরস্কার দেওয়া হয়েছে। বক্তরা জাতির পিতার রাজনৈতিক কর্মময় জীবন তুলে ধরার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করে ঘরে ফিরার শপথ করেন। পরে তারা সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্র নায়ক ফারুক এমপির পরিপূর্ণ সুস্থতা কামনা করে মোনাজাত করেন।

আরও খবর: