আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার সামনে পড়ল ভারত; নিউজিল্যান্ডকে হারিয়ে

  জাগো কণ্ঠ ডেস্ক ২ মার্চ ২০২৫ , ৬:০২ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক:

নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমি ফাইনাল নিশ্চিত করেছিল ভারত-নিউজিল্যান্ড দুই দলই। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তাই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই ছিল। যেখানে ৪৪ রানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ফলে সেমিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। আর নিউজিল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৯ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেছেন শ্রেয়াস আইয়ার। জবাবে খেলতে নেমে ৪৫ ওভার ৩ বলে ২০৫ রান তুলে অলআউট হয় নিউজিল্যান্ড।

ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র। ৬ রান করে এই ওপেনার সাজঘরে ফেরায় ভাঙে ১৭ রানের উদ্বোধনী জুটি। আরেক ওপেনার উইল ইয়াং ভালো শুরু পেলেও তা টেনে নিতে পারেননি। ২২ রান এসেছে তার ব্যাট থেকে।

আরও খবর: