দেশজুড়ে

সরকারের সাফল্য শক্তির উৎস স্থিতিশীলতা বজায় রাখা পররাষ্ট্র মন্ত্রী

  জাগোকন্ঠ ২৯ মার্চ ২০২৩ , ১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, ফেরদৌস ওনু:

সাংগঠনিক কাঠামো এবং আওয়ামীলীগের রাজনৈতিক সরকারের পর্যায়ক্রমিক সাফল্যের উৎস স্থিতিশীলতা বজায় রাখতে পারা । একটি রাষ্ট্রের বড় ধরনের সাফল্য অর্জন দেশে স্থিতিশীলতা বজায় না থাকলে উন্নয়ন কর্মকাণ্ডকে ক্রমশ সুসমন্বিত করে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সুতরাং সরকারের পর্যায়ক্রমিক সাফল্যের উৎস স্থিতিশীলতা বিরাজমান রাখা ।অপশক্তির ষড়যন্ত্র এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে জ্বালাও পোড়াও রাজনীতি আওয়ামীলীগের সাংগঠনিক শক্তির কাছে হেরে গেছে।

বাংলাদেশের উন্নয়নের মহাসড়কে স্থিতিশীল সরকারের জন্য রাজনৈতিকভাবে আওয়ামীলীগের সাংগঠনিক শক্তির উৎস হিসেবে কাজ করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একথা বলেন পররাষ্ট্র মন্ত্রী এ কে এম আব্দুল মোমেন এমপি।
গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কম্বোডিয়া,রুয়ান্ডার ন্যায় অস্থিতিশীলতা ও সাম্প্রদায়িক দাঙ্গা রাষ্ট্রে ছড়িয়ে দিতে অত্যন্ত সুচারুরূপে নীলনকশা করে রাষ্ট্রে অস্থিতিশীলতা সৃষ্টি করার পাঁয়তারা চলছে, কিন্তু আদৌ তা সম্ভব হবেনা এ সরকারের সাংগঠনিক শক্তির জন্য। তিনি বলেন আঞ্চলিক শান্তি বিরাজমান রাখতে এবং ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা সহ শান্তিপ্রিয় রুপে দেশকে এগিয়ে নিতে স্থিতিশীলতা প্রয়োজন। এতে করে আজকের কিশোর কিশোরী তরুণরা আগামীর ভবিষ্যত প্রজন্ম গৌরব বোধ করে রাজনৈতিক দলমত গঠনে এগিয়ে যেতে পারে। টেকসই উন্নয়নকে অগ্রসরমান ও সমন্বিত করে প্রত্যাশা ও প্রাপ্তির যোগসূত্র স্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের সাথে দলমত গঠনে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে হলেও শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। বর্তমান পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেন এমপি তার বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। বীর মুক্তিযোদ্ধা সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক চুন্নু তার বক্তব্যে বলেন বাংলাদেশে স্বাধীনতা সংগ্রামের ৫২ এর প্রত্যাশা ও প্রাপ্তির যোগসূত্র জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড ও আদর্শ দেশপ্রেম।
দৈনিক প্রাচ্যবানীর মোড়ক উন্মোচন সেমিনারে সঞ্চালক ছিলেন প্রাচ্যবানী সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম।

আরও খবর: