জাগোকন্ঠ ২ মার্চ ২০২৩ , ৭:০৮ পূর্বাহ্ণ
মাহাবুব তালুকদার:
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুরে মামীর সাথে পরকীয়ায় বাধা দেয়ায় মামা রুবেল খান (২৫) কে ছুরিকাঘাতে হত্যা করেছে ভাগিনা রাজিব গাইন(১৮)। এ ঘটনায় ১লা মার্চ বুধবার পুলিশ অভিযুক্ত ভাগিনা রাজিবকে গ্রেপ্তার করেছে সখিপুর থানা পুলিশ।
বুধবার (২২ ফেব্রুয়ারি) ভেদরগঞ্জ উপজেলাধীন সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ওহাবআলী ঢালী কান্দিতে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসা দেয়ার এক সপ্তাহ পর মামা রুবেল খান মারা যায়।
মৃত রুবেল খান (২৫) ওহাবআলী ঢালীর কান্দির বাসিন্দা হাসু খানের ছেলে।
খোজ নিয়ে জানা যায়, মামির সাথে দীর্ঘদিন ধরে অবৈধ পরকীয়ার সম্পর্ক ছিলো ভাগিনা রাজিব গাইনের। ২২ ফেব্রুয়ারি বুধবার দুপুরে মামার বাড়ি ভাগিনা বেড়াতে আসে। সেদিন দুপুরে রাজিবকে তার মামির সাথে কিছুটা আপত্তিকর অবস্থায় দেখে ফেলে মামা রুবেল খান। এসময় ভাগিনাকে বাধা ও বাগবিতণ্ডার এক পর্যায়ে মামার পেটে ছুরিকাঘাত করে সে। পরে গুরুগত অবস্থা দেখে তাকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যায় ভাগিনা সহ তার পরিবার। এক সপ্তাহের চিকিৎসা শেষে বুধবার রাত ১১ টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে রাজিব আকনকে রাত ১২ টার সময় গ্রেপ্তার করে পুলিশ।
সখিপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই মৃত মামা রুবেলের বাড়ি ডিএমখালি থেকে তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব মামির সাথে পরকিয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে নিহতের বাবা হাসু খান বাদি হয়ে একটি হত্যা মামলা করেছেন। আজকে সকাল দশটায় আসামী রাজিবকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হবে।