দেশজুড়ে

মাদারীপুরে অটো চালককে নির্যাতন,শাস্তির দাবিতে সড়ক অবোরোধ করে বিক্ষোভ

  জাগো কণ্ঠ ডেস্ক ১৪ জুন ২০২৩ , ২:৪৪ পূর্বাহ্ণ

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসারে ২ইজিবাইক চালকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছে অটো শ্রমিকার। গতকাল সোমবার দুপুরে ডাসার-মাদারীপুর সড়কের ডাসার উপজেলা প্রেসক্লাবের সামনে সড়ক অবোরোধ করে বিক্ষোভ করে তারা। এ সময় অটো শ্রমিক সভাপতি মোঃ সিরাজ সরদার বলেন, রেজাউল শরিফ কালু নামের এক প্রভাবশালী দীর্ঘদিন যাবত আমাদের অটো শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে আসছিল তাকে চাদা না দিলে সম্প্রতি মনির নামক এক অটো চালককে মারধর করে। এবং গতকাল সোমবার সকালে আবার অটো চালক শ্যামল বৈষ্ণব ও দেবব্রত মজুমদারকে মারধর করে এবং শ্যামল বৈষ্ণব এর ইজিবাইক নিয়ে যায়। ভুক্তভোগী শ্যামল বৈষ্ণব ও দেবব্রত মজুমদার বাদি হয়ে ডাসার থানায় রেজাউল শরিফ কালুর নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত রেজাউল শরিফ কালুর শাস্তির দাবিতে ডাসার-মাদারীপুর সড়ক অবোরোধ করে বিক্ষোভ করি আমরা। পরক্ষনে ডাসার থানা পুলিশ অভিযুক্তর বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করবেন এমন আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করেনেনে বলে জানান, অটো শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ সিরাজুল হক সরদার। ডাসার থানার ওসি (তদন্ত) মোঃ মঞ্জুরুল ইসলাম বলেন, সড়ক অবোরোধ করা হয়েছে সংবানে আমরা এসে জানচলাচলের জন্য সড়ক পরিস্কার করে দেই এবং তারা সঠিক বিচার পাবেন বলে আশ^স্ত করি।

আরও খবর: