দেশজুড়ে

ভেড়ামারায় দইয়ের নামে বিক্রি করছে মাটি

  জাগোকন্ঠ ৩০ নভেম্বর ২০২৩ , ৮:২৫ পূর্বাহ্ণ

ভেড়ামারা প্রতিনিধি:

দই কিনে কত টাকা ঠকছেন হিসাব করেছেন? 

দই তুমি বড়ই নিষ্ঠুর, মানুষকে কেন বারবার ঠকাও। 

দইয়ের নামে বিক্রি করছে মাটি। দুই শুধু মজার খাবারই নয় এটি স্বাস্থ্যকরও বটে। খাদ্য তালিকায় দুগ্ধ জাতীয় খাবারটি নিয়মিত রাখলে স্বাস্থ্য গত অনেক সুবিধা পাওয়া যায়। কিন্তু এই দই বিক্রির ক্ষেত্রে চলছে রমরমা প্রতারণা। যতটুকু দই পাতিল বাদ দেওয়া হয় তার থেকে দই খালি করে ওজন দিলে তার দ্বিগুণ ওজন পাওয়া যায়। আর এভাবে মানুষের সাথে করা হচ্ছে প্রতারণা। 

দই বিক্রিতে ওজন কম দিয়ে দই বিক্রির অভিযোগ ভেড়ামারার বিভিন্ন মিষ্টির দোকান গুলোতে। ভেড়ামারা বিভিন্ন মিষ্টির দোকানে পাতিল বা খুঁটিতে কারসাজি করে দইয়ের ওজনে প্রতারণা করা হয়। বিষয়টি তদন্ত করে দেখার জন্য ভোক্তা অধিকার আইনে শাস্তি দেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ। বিভিন্ন মিষ্টির দোকানে দই পাতিলে দই কেনার সময় একটি উদাহরণস্বরূপ বুঝানোর জন্য মাত্র বাদ দেওয়া হয় ৩০০ গ্রাম পরে দই খালি করে ওজন দেওয়া হলে পাওয়া যায় ৭৩৪ গ্রাম। ৪৩৪ গ্রাম দইয়ের দাম বেশি নেওয়া হয়। আর এভাবেই বিভিন্ন সাইজের পাতিল বা খুটি মাধ্যমে দই বিক্রি করে ঠকানো হচ্ছে মানুষকে।

আরোও ঠকানো হচ্ছে দামের ক্ষেত্রে। ১ কেজি দই বানাতে সবচেয়ে ভালো দই বানাতে খরচ হয় ১০৫-১১০ টাকা কেজি।

দইয়ের পাতিল তুমি অদ্ভুত, বড়ই নিষ্ঠুর, কেন তুমি মানুষকে ঠকাও তোমার কি লজ্জা শরম কিছু নাই। তোমাকে এত সাহস যোগায় কে?

আরও খবর: