খেলাধুলা

গোসাইরহাটে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

  জাগোকন্ঠ ১৯ জুন ২০২৪ , ২:১৮ অপরাহ্ণ

গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:

ক্রীড়ায় শক্তি ক্রীড়াইয় বল মাদক ছেড়ে মাঠে চল আর এই সম্প্রীতি ও ভালোবাসা একে-অপরের মধ্যে ছঁড়িয়ে দিতে সব বয়সের-সব মানুষের মধ্যে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আর এই অনুষ্ঠান উপলক্ষে আয়োজন করা হয় এক প্রীতি ফুটবল ম্যাচ।

এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার দাশেরজঙ্গল বাজার নদীরপাড় মাঠে বুধবার বিকেল ৫ ঘটিকায়। আর আর্জেন্টিনা বনাম ব্রাজিল দল নামে দুটি দল উক্ত ফুটবল ম্যাচে অংশ গ্রহন করে। এসময় আর্জেন্টিনা অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আতিকুর রহমান এবং ব্রাজিল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মো. সুজন ঢালী। খেলায় ২০/২৫/৩০/ বছরের অনেকেই ফুটবল খেলোয়াররা অংশ নেয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গোসাইরহাট পৌরসভা মেয়র আবদুল আউয়াল সরদার। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমদাদ হোসেন বাবলু মৃধা, ৫নম্বর ওয়ার্ড পৌর কাউন্সিলর অহিদুল ইসলাম চৌকিদার,৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডালিম সরদার, ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব ঢালী, সাবেক মেম্বার ইউনূস ঢালী, স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান টিটু সরদার প্রমুখ।এছাড়াও দাশের জঙ্গল বাজারের বিসিষ্ট বিভিন্ন বৃন্দ।

খেলাটি পরিচালনা করেন, মো: জিল্লুর রহমান সাগর। উক্ত খেলায় ব্রাজিলকে ২ গোলে হারিয়ে চেম্পিয়ন হয় আর্জেন্টিনা এবং ৬০ মিনিটের খেলা শেষ হয়।এবং বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেন উপস্থিত অতিতি বৃন্দ।

ঈদ পূর্ণমিলনী ও প্রীতি ফুটবল ম্যাচটির আয়োজনে ছিলেন মহিষকান্দি সুপার ইলেভেন, মহিষকান্দি যুবসমাজ সংগঠনের সভাপতি মো.আক্তার হোসেন ঘরামী ধারাভাস্বে ছিলেন উক্ত সংগঠনের সাধারন সম্পাদক শামিম মুন্সি।

আরও খবর: