সোশ্যাল মিডিয়া

একুশে বইমেলায় জমির হোসেনের ‘জীবনের যত গান’

  জাগো কণ্ঠ ডেস্ক ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:১৯ পূর্বাহ্ণ

অমর একুশে বইমেলায় প্রবাসী লেখক ও  সাংবাদিক জমির হোসেনের ‘জীবনের যত গান’ প্রকাশিত হয়েছে। এবারের এই বইটি গীতিকাব্য দিয়ে সাজানো।

দেশি ও বিদেশি পাঠকের জন্য বইটি ইংরেজি ও বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে। পরে ইতালিয়ান ভাষায় করার পরিকল্পনা রয়েছে লেখকের। জীবনের ফেলে আসা অতীত, বর্তমান ও সমসাময়িক অনেক স্মৃতি এই বইয়ে লেখক তুলে ধরেছেন।

এর আগে ২০২০ সালে বইমেলায় জমির হোসেনের প্রবাসে মেঘ জ্যোৎস্না নামক প্রথম গ্রন্থ প্রকাশিত হয়েছে। ২০২৩ সালে লেখকের দ্বিতীয় গীতিকাব্য গ্রন্থ প্রকাশিত হলো। বইটির প্রচ্ছদ করেছেন ইউনুস নাজিম, শুভেচ্ছা মূল্য ২০০ টাকা।

আরও খবর: