জাগো কণ্ঠ ডেস্ক ৩১ অক্টোবর ২০২২ , ৩:৪৩ পূর্বাহ্ণ
দলে তারকা সব ফুটবলার থাকার পরেও আগের সেই ম্যানচেস্টার ইউনাইটেডকে দেখা যায় না আগের রূপে। ম্যান ইউয়ের নামিদামি সব খেলোয়াড়রা মাঠে নামার পরেও মাঠের পারফর্মমেন্স কিছুতেই যেন আলো ছড়াতে পারছে না। তেমনি গতকাল রোববার রাতে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষেও সাদামাটা সেই ইউনাইটেডকে দেখা গেলো। যদিও ১ গোলের ব্যবধানে দলকে স্বস্তির জয় এনে দেন মার্কাস র্যাশফোর্ড।
ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হওয়া প্রিমিয়ার লিগের এই ম্যাচটিতে এরিক টেন হাগের দল জিতেছে ১-০ গোলের ব্যবধানে। এদিন শুরুতেই ক্রিশ্চিয়ানো রোনালদোর শট সরাসরি ঠেকিয়ে দেন ওয়েস্ট হ্যামম গোলকিপার। একটু পর র্যাশফোর্ডের হেডও ফিরিয়ে দেন গোলরক্ষক।
তবে ম্যাচের ৩৮ মিনিটে র্যাশফোর্ডের গোলে খেলায় প্রাণ ফিরে আসে। ক্রিশ্চিয়ান এরিকসেনের বাড়ানো বলে লাফিয়ে উঠে নিখুঁত হেডে বল জালে পাঠিয়ে দেন র্যাশফোর্ড। এই গোলের মাধ্যমে র্যাশফোর্ড পৌঁছে যান ম্যান ইউয়ের শততম গোলে। পরবর্তীতে ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। বাকিটা সময় কেটেছে ধারহীন ফুটবলে।
শেষ পর্যন্ত র্যাশফোর্ডের সেই ১ গোলেই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়। ১২ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে এসেছে ইউনাইটেড। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হ্যাম আছে ত্রয়োদশ স্থানে।