অর্থনীতি

৩৬৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে বাটা

  জাগো কণ্ঠ ডেস্ক ১৬ এপ্রিল ২০২৩ , ৬:৪০ পূর্বাহ্ণ

শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি বাটা শু লিমিটেড। জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এর আগে আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে ২৬০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। সে মোতাবেক ২০২২ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩৬৫ শতাংশ নগদ অর্থাৎ শেয়ার প্রতি সাড়ে ৩৬ টাকা নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

রোববার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র তথ্যমতে, ২০২২ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৯৮ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ৫ টাকা ০১ পয়সা। সেসময়ও শেয়ারহোল্ডারদের ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

সেই হিসেবে ২০২১ সালের তুলনায় ২০২২ সালে কোম্পানির মুনাফা ও লভ্যাংশের পরিমাণ দুটোই বেড়েছে।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৩ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির এজিএম সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে।

১৯৮৫ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান শেয়ার সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ৮০ হাজার। রোববার দিনের শুরুতে শেয়ারটি লেনদেন হয় ৯৭৪ টাকায়।

এছাড়া বিদায়ী বছরের কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫২ টাকা ১৬ পয়সা।

আরও খবর: