আন্তর্জাতিক

হিল জুতো পরে দ্রুততম ১০০ মিটারের রেকর্ড স্প্যানিশ যুবকের

  জাগো কণ্ঠ ডেস্ক ২৬ জুন ২০২৩ , ৩:৩০ পূর্বাহ্ণ

হিল জুতো পরে ১০০ মিটার দৌড়ালেন স্প্যানিশ এক যুবক। তাও আবার ১২ দশমিক ৮২ সেকেন্ডে। নামও তুলে ফেললেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে গিনেস কমিটি। ভাইরালও হয়েছে ভিডিওটি।

তার নাম ক্রিশ্চিয়ান রবের্তো লোপেজ রডরিগেজ। অভিনব দৌড়ে রাতারাতি খ্যাতি পেয়েছেন ৩৪ বছরের এ যুবক। গিনেস রেকর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ২ দশমিক ৭৬ ইঞ্চির হিল জুতো পরে ১০০ মিটার দৌড়েছিলেন ক্রিশ্চিয়ান। সময় নিয়েছেন ১২ দশমিক ৮২ সেকেন্ড। যা একটি নতুন রেকর্ড।

২০১৯ সালে অরটলফ ১০০ মিটার দৌড়তে সময় নেন ১৪ দশমিক ০২ সেকেন্ড। অর্থাৎ প্রায় ২ সেকেন্ডের কম সময়ে হিল জুতো পরে দৌড়ে নজির গড়েছেন ক্রিশ্চিয়ান।

ক্রিশ্চিয়ান একজন ডায়াবেটিক রোগী। তিনি বলেন, এ দৌড়ের জন্য আমাকে কঠোর অনুশীলন করতে হয়েছিল। হিল জুতো পরে জোরে দৌড়নো খুব চ্যালেঞ্জিং ছিল।

উল্লেখ্য, বিশ্বের দ্রুততম মানব উসেইন বোল্ট। যিনি ১০০ মিটার দৌড়েছেন ৯ দশমিক ৫৮ সেকেন্ডে। হিল জুতো পরে বোল্টের চেয়ে ৩ দশমিক ২৪ সেকেন্ড বেশি সময়ে ১০০ মিটার অতিক্রম করেছেন ক্রিশ্চিয়ান।

আরও খবর: