আইন-আদালত

হাজতিদের সমস্যার কথা জানিয়ে স্বজনদের কাছ থেকে টাকা নিত তারা

  জাগো কণ্ঠ ডেস্ক ১৫ জুন ২০২৩ , ৯:০০ পূর্বাহ্ণ

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারের বন্দিদের আত্মীয়-স্বজনদের মোবাইল নম্বর কৌশলে সংগ্রহ করে ওই নম্বরে ফোন করে কারাগারে আটক থাকা ব্যক্তিদের বিভিন্ন রকমের সমস্যার কথা বলাসহ নিজেদের কারারক্ষী পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, মো. দেলোয়ার হোসেন (৪৪) ও মো. সাইদুর (৩৫)।

বৃহস্পতিবার (১৫ জুন) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবীব খান।

তিনি বলেন, অনেকদিন থেকে এ চক্রের সদস্যরা খুব কৌশলে কারাগার ও আদালত থেকে হাজতি আসামিদের স্বজনদের ফোন নম্বর সংগ্রহ করত। এরপর হাজতিদের কারাগারে বিভিন্ন সমস্যার কথা জানিয়ে বিকাশে টাকা পাঠানোর কথা জানাত তারা। এসময় তারা নিজেদের কারাকর্তৃপক্ষ হিসেবে পরিচয় দিত। কয়েকজন ভুক্তভোগী এসব নিয়ে অভিযোগ জানালে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. মমিনুল ইসলাম বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর ঢাকা জেলা গোয়েন্দা শাখার (দক্ষিণ) একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

তিনি আরও বলেন, আমরা তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

আরও খবর: