অপরাধ

সাভারের কাউন্দিয়ায় টিসিবি পণ্যে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

  জাগোকন্ঠ ৫ আগস্ট ২০২৩ , ৮:৪৫ অপরাহ্ণ

কাউন্দিয়া প্রতিনিধি:
রাজধানীর খুব কাছের একটি ইউনিয়ন সাভার কাউন্দিয়া ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্যে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। সাধারণ নাগরিকের মৌলিক অধিকার পৌঁছে দিতে সরকারিভাবে টাকার পরিমান নির্ধারিত থাকলেও ৩০ টাকা অতিরিক্ত নিয়ে প্রতি চালান টিসিবি পণ্যে ৭৫,০০০ এ অর্থ গেলো কোথায়।

জানতে চাইলে ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড মেম্বর কাল্লু দোষ চাপালেন ০৯ নং ওয়ার্ড এর সাবেক মেম্বর শমশের মিয়া ডিলারশিপ এর নামে ১০ টাকা আর বাকি ২০ টাকা যথারীতি হাত ঘুরে মেম্বরসহ ক্ষমতাসীনদের পকেটে ঢুকছে।
ঘাসিরদিয়া, বেলতলী, জামাইমারাসহ এ ওয়ার্ডে অনেক স্বজনপ্রীতি ও অতিরিক্ত অর্থ আাদায় ঘটনা ঘটেছে।  এ বিষয়ে ইউনিয়ন সচিব মাসুদ বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা, চেয়ারম্যান সাহেব আমাকে যেভাবে বলেছেন সেভাবেই হচ্ছে।
২০২৩ অর্থ বছরে ২০০০ হাজার কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা প্যাকেজ নির্ধারণ থাকলেও ৫০০ থেকে ৫২০ টাকা পর্যন্ত আদায় করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই মেম্বররা ।

সাংবাদিকদের অনুসন্ধানের কথা জানতে পেরে অপরাধ স্বিকার করে মুচলেকা পত্র লিখিত জমা দিয়ে শমসের মেম্বরের কাছে আদায়কৃত ৪০,০০০ টাকা ও কাল্লু মেম্বরের ৪০,০০০ টাকা ফেরত দেনবলে ইউনিয়ন সচিব জানান। কাউন্দিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইফুল আলম খান মিডিয়ায় সামনে কোন কথা না বললেও ইউনিয়ন কার্যালয়ের সামনে মেম্বারদের ধমক দিয়ে দ্রুত অর্থ ফেরত দিতে বলেন।

আরও খবর: