দেশজুড়ে

‘সব পুড়ে ছাই, এখন কে আমায় ঘর তৈরি করে দিবে’

  জাগো কণ্ঠ ডেস্ক ৫ ফেব্রুয়ারি ২০২৩ , ৪:১০ পূর্বাহ্ণ

মাদারীপুরের ডাসারে কুদ্দুছ শেখ (৫৫) নামে এক কৃষকের বসতঘরে শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের দাবি।

তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান ফরহাদ মুন্সী বলেন, বিষয়টি আমি শুনেছি। কৃষককে ইউনিয়ন পরিষদ থেকে সাহায্য সহযোগিতা করা হবে।

ভুক্তভোগী অসহায় কৃষক কুদ্দুছ শেখ কান্না জড়িত কণ্ঠে বলেন, আগুনে আমার প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন আমি কেথায় থাকব। সব পুড়ে গেছে, কে আমায় ঘর তৈরি করে দিবে। আমি এখন কিভাবে বাঁচব।

ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান হাসান বলেন, এক কৃষকের বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে বিষয়টি শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আরও খবর: