অপরাধ

শিশু-মাতৃস্বাস্থ্য ইন্সটিটিউটে মজিবুরের তান্ডব

  জাগোকন্ঠ ১৭ আগস্ট ২০২৪ , ৭:৩৩ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকার প্রবেশদ্বার মাতুয়াইলে অবস্থিত দেশের গুরুত্বপূর্ণ চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান শিশু-মাতৃ স্বাস্থ্য ইন্সটিটিউট (আইসিএমএইচ)। তবে প্রতিষ্ঠানটি বর্তমানে এক অরাজকতার রাজ্য হিসেবে পরিণত করেছেন ডা: মোহাম্মদ মজিবুর রহমান নামের এক শিশু চিকিৎসক। বহিরাগত সন্ত্রাসী নিয়ে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মচারীদের জোর করে কাজ ফেলে তার সাথে সভা করতে বাধ্য করছে।

এতোদিন আওয়ামী সুবিধাভোগী চিকিৎসক হিসাবে মজিবুরের পরিচয় ছিল। গত আওয়ামী লীগের সরকারের স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই শেখ সেলিম থেকে শুরু করে বড় বড় নেতার আশীর্বাদ নিয়ে চলা মুজিবর এখানে রোগী ভাগিয়ে আইসিএমএইচের নিকটেই নিজের মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ নবজাতক হাসপাতালে ভর্তি করেন এবং দালাল বাণিজ্যের সাথেও জড়িত থেকে দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এ নিয়ে বিভিন্ন সময়ে জাতীয় দৈনিকে অনেক রিপোর্টও হয়েছিল। তিনি টাকা দিয়ে মন্ত্রী ও তার মন্ত্রণালয় কিনে রাখেন বলেও কথিত আছে। এখন তিনি গা বাঁচাতে সেজেছে নব্য বিএনপির নেতার সাজে।

মজিবুর এখন ক্ষমতা দখলের নেশায় বহিরাগতদের নিয়ে হাসপাতাল প্রশাসনে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। নির্বাহী পরিচালক যেন বাধ্য হন পদত্যাগে তার জন্যে সকল অসহায় কর্মচারীদের জোরপূর্বক স্বাক্ষর নিয়ে এবং নিজেই কর্মবিরতির ডাক দিয়ে হাসপাতালে নাজুক শিশু ও গর্ভবতী মায়ের সেবা কার্যক্রমে বাধাগ্রস্থ করছে। এ বিষয়ে নির্বাহী পরিচালক জানান, ‘আইসিএমএইচ একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নির্বাহী কার্যক্রমে মন্ত্রণালয এবং বোর্ডের সংশ্লিষ্টতা রয়েছে। কোন ব্যক্তির একক ইচ্ছায় কিছু করা যায় না।’ প্রতিষ্ঠানের একাধিক কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশে বলেন মজিবুর এখানে দীর্ঘদিন থেকে রোগী বাণিজ্যসহ নানা অপকর্মের সাথে সংশ্লিষ্ট।’

বর্তমানে বিএনপি সমর্থিত পেশাজীবি সংগঠনের নব্য নেতা সেজে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম ব্যহত করছে যা অন্তবরর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষন্ন করবে বলে মনে করছেন ভুক্তভোগী জনসাধারণ।

আরও খবর: