দেশজুড়ে

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ও দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ

  জাগোকন্ঠ ৯ অক্টোবর ২০২৩ , ৯:২৩ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে স্বেচ্ছাসেবী সংগঠন ও দু:স্থ ব্যাক্তিদের মাঝে সমাজ কল্যাণ পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের অনুদানের চেক এবং পল্লী সমাজ সেবা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণের চেক বিতরণী ০৮ অক্টোবর (রোববার) বিকেলে নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি বাসভবণে অনুষ্ঠিত হয়।

জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালন নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক উপপরিচালক ডা: আশফাকুর রহমান মামুন, সমাজ সেবা অধিদপ্তরেরর সহকারী পরিচালক মো: আবদুর রহমান,শহর সমাজ সেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ অনুদানের চেক তুলে দেন।

এ ব্যাপারে জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালন নুরুল ইসলাম পাটওয়ারী জানান, জেলার ৪৯ টি সেচ্ছাসেবী সংগঠনের মাঝে ১৩ লাখ ২০ হাজার, বিভিন্ন অসহায় দুস্থ ১৮ জনের মাঝে এককালিন ১ লাখ ৩৪ হাজার টাকা পল্লী সমাজ সেবা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ ৯৪ জনের মাঝে ৩৯ লাখ চেক বিতরণ করা হয়েছে।

আরও খবর: