দেশজুড়ে

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের নিয়ে পড়াশুনা মান উন্নয়নে করণীয় শীর্ষক সেমিনার

  জাগোকন্ঠ ২২ আগস্ট ২০২৩ , ৮:১৬ অপরাহ্ণ

লক্ষ্মীপুর প্রতিনিধি: প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতাসহ সৌন্দর্যবর্ধন, শিক্ষার্থীদের খেলাধূলা ও পড়াশুনা মান উন্নয়নে করণীয় শীর্ষক দিনব্যাপি সেমিনার ২১ আগষ্ঠ (সোমবার) লক্ষ্মীপুর সরকারী শিশু পরিবারে অনুষ্ঠিত হয়। সেমিনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারী।
শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক আবদুল আজিজ মাহবুব এর পরিচালনায় সেমিনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আবদুর রহমান,খিলবাইছা জিএফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসেন, শাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন, পৌর আজিমশাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র দাস,আবদুল কাদের প্রমুখ।
সেমিনার মান সম্মত শিক্ষা নিশ্চিত, খেলাধূলা, শারিরীক ব্যয়াম, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হওয়া, শরীরের প্রতি যত্ন নেওয়াসহ বিভিন্ন বিষয়ের উপর ধারণা দেন অতিথিবৃন্দ। এসময় শিশু পরিবারের নিবাসীরা উপস্থিত ছিলেন।

আরও খবর: